এবার বিমান নির্মাতা সেই পপকর্ন বিক্রেতায় আগ্রহী পাকিস্তান!

নিজ উদ্যোগে বানানো বিমান উড়িয়ে গ্রেফতার হওয়া সেই পপকর্ন বিক্রেতার প্রশংসায় পঞ্চমুখ স্বয়ং পাকিস্তান বিমানবাহিনী।

এবার বিমান নির্মাতা সেই পপকর্ন বিক্রেতায় আগ্রহী পাকিস্তান!

নিজ উদ্যোগে বানানো বিমান উড়িয়ে গ্রেফতার হওয়া সেই পপকর্ন বিক্রেতার প্রশংসায় পঞ্চমুখ স্বয়ং পাকিস্তান বিমানবাহিনী।  রাস্তা কাটার ইঞ্জিন আর রিকশার চাকা ধার করে বানানো সেই বিমান দেখতে সাধারণ জনগণের পাশাপাশি ভিড় জমিয়েছেন বিমানবাহিনীর কর্মকর্তারাও। সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে।

৩২ বছর বয়সী ফায়াজ বলেন, “প্লেন বানানোর খবর শুনে বিমানবাহিনীর পক্ষ থেকে কর্মকর্তারা একাধিকবার তার সঙ্গে দেখা করেন। এমনকি তাকে একটি সার্টিফিকেটও দিয়েছে।” এছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে তার বানানো প্লেন দেখতে আসছেন সাধারণ মানুষও। 

তবে বিমানে ওড়ার বিষয়টি খুব সহজ ছিলো না। বিশেষ করে প্রথমবার বিমানটি ওড়ানোর পরের দিনই গ্রেফতার করা হয় পপকর্ন বিক্রেতাকে। এসময় নিজেই অর্থের মাধ্যমে জামিন নেন তিনি বলেও ওই প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রসঙ্গত, পপকর্ন বিক্রির সাথে নিরাপত্তাকর্মীর কাজ করে বেশ কিছু টাকা জমান পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের আরিফওয়ালা এলাকার বাসিন্দা মুহাম্মদ ফায়াজ। এরপর ব্যাংক থেকে আরো ৫০ হাজার রুপি ঋণ নিয়ে বিমানটি বানান তিনি। 

যদিও সেসময় অনুমতি ছাড়া পাকিস্তানের আকাশে কোনো বিমান উড়তে পারবে না বলেও জানায় বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ